• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ফুটবল

বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২৪

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করেছে ফিফা। গত অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে বাফুফেকে এই বড় অংকের জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডের বাংলাদেশের মিশন শুরু হয় মালেতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১২ অক্টোবর প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে।

ফিফার ওয়েবসাইটে প্রকাশিত দলগুলোর শাস্তির বিবরণে ছিল বাংলাদেশের এই ম্যাচ। সেখানে বলা হয়েছে শৃঙ্খলা ভেঙেছেন ছয় খেলোয়াড়। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এ ম্যাচে প্রায় ৬ লাখ ৪৩ হাজার জরিমানা করা হয়েছে বাফুফেকে।

পাঁচ দিন পর ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে ২-১ গোলে জয় পায় রাকিব- মোরসালিনরা। এই ম্যাচে ভঙ্গ হয় সিকিউরিটি রুল। পাশাপাশি জয়ের আনন্দে আবেগ আপ্লুত হয়ে মাঠে ঢুকে পড়ে ফুটবল প্রেমীরা। এই শৃঙ্খলাভঙ্গের কারণে জরিমানা হয়েছে ১৮ লাখ ২ হাজার টাকা।

১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। মোরসালিনের দূর্দান্ত গোলে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এই ম্যাচেও নিরাপত্তাবিধি ভাঙ্গা ও গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে জরিমানা হয়েছে প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো পর্যালোচনা করে এই শাস্তির তালিকা প্রকাশ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads